করোনা নিয়ে মোদির সর্বদলীয় বৈঠক শুক্রবার

করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ৪ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার জানা গিয়েছে, সংসদের দুই কক্ষের  সব দলে নেতাদের এই বৈঠকে ডাকা হবে। শুক্রবার সকাল দশটায় হবে এই ভার্চুয়াল বৈঠক। বৈঠকের বন্দোবস্ত করছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি। করোনা নিয়ে এটি দ্বিতীয় সর্বদলীয় বৈঠক হতে চলেছে। 

 

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও থাকবেন। করোনা পরিস্থিতির জন্য সংসদের শীতকালীম ও বাজেট অধিবেশন একসঙ্গে করার প্রস্তাবের মধ্যেই এই বৈঠক হতে চলেছে। এদিকে, করোনার টিকা নিয়ে কাজ করা পুনে ও হায়দরাবাদের তিনটি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলেন মোদি। কীভাবে টিকা দেশের সর্বত্র পৌঁছনো যাবে তা নিয়েও কথা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post