২ ডিসেম্বর রাজ্যে থেকে চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা

রেলমন্ত্রী পীযুষ গয়াল জানিয়ে দিলেন আগামী ২ ডিসেম্বর থেকে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা পুনরায় চালু হচ্ছে। এতে উপকৃত হবেন রাজ্যের বিভিন্ন জেলার রেলযাত্রীরা। কলকাতা ও হাওড়ার শহরতলির লোকাল ট্রেন আগেই চালু হয়েছে। ধাপে ধাপে তার সংখ্যাও বেড়েছে। কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্তের লাইফলাইন প্যাসেঞ্জার ট্রেন নিয়ে উচ্চবাচ্য করছিল না রেল ও রাজ্য কোনও পক্ষই। ফলে রেলযাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। 

 

বিক্ষোভ-আন্দোলনের পাশাপাশি বিভিন্ন স্টেশনে স্মারকলিপিও জমা পড়ছিল। ক্ষোভের আঁচ টের পেয়েই নড়েচড়ে বসে রাজ্য সরকার। রেলকে চিঠি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালুর অনুমতি দেয় নবান্ন। এরপরই রেল কর্তৃপক্ষ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্যাসেঞ্জার ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়। শুক্রবারই রেলমন্ত্রী টুইট করে জানিয়ে দিয়েছেন, ২ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে ফের প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। রেল সূত্রে জানা যাচ্ছে আপাতত পশ্চিমবঙ্গে ৫৪টি প্যাসেঞ্জার ট্রেন চলবে। কোথায় কতগুলি ট্রেন চালু হবে সেটা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে পূর্ব রেল। রেলমন্ত্রী পীযুষ গয়ালের এই ঘোষণায় খুশি রাজ্যের প্রান্তিক জেলার যাত্রীরা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post