কৃষক বিক্ষোভের জন্য এবার বিরোধীদের কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন কৃষি আইনের পক্ষে আবারও সওয়াল করে তিনি বলেছেন, বিরোধীরা কৃষকদের সঙ্গে ছলনা করছে। সোমবার বারাণসীতে মোদি বলেন, এই কৃষি আইন ঐতিহাসিক। তাদের ভুল বোঝানো হচ্ছে। এই লোকেরাই দশকের পর দশক ন্যূনতম সহায়ক মূল্য, ঋণমকুব, সারের ভর্তুকি নিয়ে ভুল বুঝিয়ে এসেছে। এখনও তারা সমাজকে ভুল বোঝাচ্ছে। তাঁর দাবি, কৃষকদের আয় দ্বিগুণ করার চেষ্টা চলছে। তাদের বাজার আরও প্রসারিত হবে।
অন্যদিকে, তিনটি কৃষিআইন বাতিলের দাবিতে তাদের আন্দোলনে অনড় কৃষকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের ১ ডিসেম্বর বৈঠকে ডাকলেও তাঁরা যাবেন কিনা তা বিকেলে তাঁরা জানাবেন। তবে কোনও শর্তসাপেক্ষে যে কথা হবে না, তা তাঁরা পরিষ্কার করে দিয়েছেন। বিজেপি নেতারা অবশ্য কৃষকদের আন্দোলনের পিছনে খালিস্তানি ও মাওবাদীদের মদত রয়েছে বলে অভিযোগ করতে শুরু করেছেন।
Post a Comment
Thank You for your important feedback