চিত্রসাংবাদিককে পুলিসের মার, জ্বলছে ফ্রান্স

বিক্ষোভের ছবি তুলতে গিয়ে পুরস্কারজয়ী সিরিয়ার ২৪ বছরের এক চিত্রসাংবাদিক আমির আলহালবিকে পুলিশের মারধোরের তীব্র নিন্দা এখন ফ্রান্সজুড়ে। তাঁর নাক ভেঙেছে, কপালে আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সাংবাদিক স্বাধীনতা নিয়ে সোচ্চার রিপোর্টার্স উইদাউট বডার্স বলেছে, এটা মেনে নেওয়া যায় না। শনিবার পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ফ্রান্স জুড়ে বিক্ষোভে জখম হয়েছেন ৬২ জন পুলিশকর্মী, গ্রেফতার হয়েছে ৮১ জন। পুলিশের অত্যাচারের প্রতিবাদে লাখে লাখে মানুষ শনিবার পথে নামেন। এক কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে বর্ণবিদ্বেষী আক্রমণ ও পুলিশের মারেরও প্রতিবাদ করছিলেন তাঁরা। 



প্যারিসে বহু এলাকায় আগুন জ্বালানো হয়। অত্যাচারী পুলিশ অফিসারদের মুখ ও ছবি দেখানো বন্ধ করতে ফরাসি সরকারের নিরাপত্তা আইনের প্রতিবাদ জানান তাঁরা। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রকের হিসেবে প্যারিসের মিছিলে ছিলেন ৪৬ হাজার, গোটা দেশে ১ লাখ ৩৩ হাজার নাগরিক। বিক্ষোভের আয়োজকদের মতে, সংখ্যাটা পাঁচ লাখের কম হবে না। পুলিশের মারে আহত হয়েছেন আরও ২ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post