দক্ষিণ কলকাতার আনন্দপুরের এক অভিজাত আবাসনের ২৪ তলা থেকে এক ছাত্রের নীচে পড়ে মৃত্যু হল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফলে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার সকালে জোরে শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে দেখেন একটি রক্তাক্ত দেহ। দ্রুতই তাঁকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কিশোরের নাম রুদ্রনীল দত্ত (১৭)। সে একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ২৪ তলায় নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকেই ওই কিশোর পড়ে যায়। আরও জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের ব্যালকনি লক করা ছিল। ওই লক খুলেই রুদ্রনীল ব্যালকনির সিঁড়ির দিকে চলে আসে। কিন্তু ওই ব্যালকনির রেলিংয়ের উচ্চতা যথেষ্টই ছিল, তবুও কীভাবে সে নীচে পড়ে গেল সেটা নিয়েই ধন্ধে রয়েছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে গিয়েছেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ওই কিশোরের পরিবারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
Post a Comment
Thank You for your important feedback