বোনের বুদ্ধিতে বাঁচল দাদার প্রাণ

বোনের উপস্থিত বুদ্ধিতে অল্পের জন‍্য বুনো হাতির আক্রমণ থেকে  প্রাণে বেঁচে গেলেন দাদা।  প্রাণে রক্ষা পেলেও আহত হয়ে বর্তমানে আলিপুরদুয়ারের এক বেসরকারি হাসপাতালে  চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ‍্যায় কালচিনি ব্লকের দক্ষিণ সাঁতালি এলাকায়। স্থানীয় বাসিন্দা বিজয় চম্প্রামারি ওইদিন বিকেলে তাঁর বোনের বাড়ি গিয়েছিলেন। 


সন্ধ‍্যায় সাইকেলে করে বোনের বাড়ি থেকে ফেরার সময় একটি বুনো হাতির মুখোমুখি হয় বিজয় চম্প্রামারি। এবং সেইসময় বুনো হাতি শুঁড় দিয়ে তাঁর সাইকেলে ধাক্কা মারে এবং বিজয় চম্প্রামারি ছিটকে পড়ে যান। পড়ে গিয়ে তিনি প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে তাঁর বোন অর্ক চম্প্রামারি  দৌড়ে আসেন। বিজয় চম্পামারির চিৎকারে  হাতিটি  হতভম্ব হয়ে  এলাকা থেকে চলে যেতে থাকে। 

কিন্তু ওই সময়ে অন‍্য একটি বুনো হাতিকে বিজয় চম্প্রামারি দিকে ধেয়ে আসতে দেখে  অর্ক চম্প্রামারি রাস্তার পাশে পড়ে থাকা বালি মুঠো করে নিয়ে বুনো হাতির চোখের দিকে দিকে ছিটোতে থাকেন। ফল  মেলে হাতেনাতে। এতে বুনো হাতি ঘাবড়ে গিয়ে এলাকা থেকে চলে যায়।। পরে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পৌছে বিজয় চম্প্রামারিকে উদ্ধার করে এবং বনদফতরে খবর দেয়। বিজয় চম্প্রামারিকে আলিপুরদুয়ারে নিয়ে যাওয়া চিকিৎসা জন‍্য। বিজয় চম্প্রামারি আলিপুরদুয়ারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post