এবার বেফাঁস সাধন পাণ্ডে, বললেন ‘জেনুইন প্রার্থীকে সমর্থন করুন’

শুভেন্দু অধিকারী সরাসরিই বিদ্রোহ করেছেন। দলের মধ্যে থেকেই তিনি দলের শীর্ষ নেতৃত্বকে তোপ দাগছেন। ছেড়েছেন মন্ত্রীত্ব ও সরকারি পদ। এরমধ্যেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার-দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তাঁরও ক্ষোভ মূলত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। এবার রাজ্যের আরেক মন্ত্রীর বেঁফাস মন্তব্যে অস্বস্তি আরও বাড়ল শাসকদলের। 

 

রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে বললেন, ‘বাংলার মানুষের কাছে আবেদন করব বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত নেবেন না। জেনুইন প্রার্থীকে সমর্থন করুন, ইনজেনুইন প্রার্থীকে সমর্থন করবেন না’। অর্থাৎ যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার আবেদন করলেন তিনি। এর ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলের এই বর্ষীয়ান নেতা বললেন, ‘আমি যদি ভালো নেতা হই, তাহলে আমার নীচে কোনও দুর্নীতিগ্রস্ত লোক থাকবে না। আর আমি যদি দুর্নীতিগ্রস্ত হই তবে আমার নীচে সকলেই দুর্নীতিগ্রস্ত থাকবে’। এদিন গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাধন পান্ডে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم