শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছাড়তেই রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি। শুক্রবার রাত থেকেই দফায় দফায় খেজুরি-১ ও খেজুরি-২ ব্লকের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। শাসকদলের দাবি, তাঁদের অন্তত ৬টি পার্টি অফিস ভাঙচুর ও দখল হযেছে। অভিযোগের তির অবশ্যই বিজেপির দিকে। যদিও বিজেপির দাবি, স্থানীয় মানুষের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শনিবার সকাল থেকেই কাঁথি মহকুমার হেঁড়িয়া-বোগা সড়কের মিঁয়া মোড়ে অবরোধ করেন তৃণমূল নেতা-কর্মীরা। আরও কয়েকটি এলাকায় অবরোধ করেছে শাসকদলের কর্মীরা।
তৃণমূলের দাবি, খেজুরি-১ ব্লকের বীরবন্দর, পাটনা, কণ্ঠীবাড়ি এলাকার মোট ৬টি পার্টি অফিস ভাঙচুর ও দখল করেছে একদল বাইক বাহিনী। পাশাপাশি তাঁরা পুলিশি নিষ্কৃয়তার অভিযোগও তুলছেন শাসকদলের নেতারা। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলেই এলাকা অশান্ত হয়েছে। তাঁরা পার্টি অফিস দখলের অভিযোগ অস্বীকার করেছে।
কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপসকুমার দোলই জানিয়েছেন, ‘পার্টি অফিস দখলের ঘটনার নিন্দা করছি। ভারতীয় জনতা পার্টি এভাবে দখলদারির রাজনীতি করে না। এই ঘটনার সঙ্গে আমাদের কোনও য়োগসাজস নেই। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে’। ঘটনাস্থলে যায় খেজুরি থানার বিশাল পুলিশবাহিনী। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback