কৃষক অনশনের মাঝেই আইনকে সমর্থন ১০ সংগঠনের

কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা তাঁদের আন্দোলনে অনড়। সোমবার তাঁরা সড়ক অবরোধের পাশাপাশি অনশনও করছেন। তারই মাঝে ১০টি কৃষক সংগঠন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে দেখা করে আইনে তাদের সমর্থনের কথা জানিয়ে এসেছে। বলা হয়েছে, তারা উত্তরপ্রদেশ, কেরল, তামিলনাডু, তেলেঙ্গানা, বিহার ও হরিয়ানা থেকে এসেছে। তারা অল ইন্ডিয়া কিষাণ কোঅর্ডিনেশন কমিটির সদস্য। কৃষিমন্ত্রী জানিয়েছেন, যাঁরা এসেছিলেন, তাঁরা আইনকে সমর্থন করেছেন। তাঁরা মোদির প্রশংসা করেছেন।

কৃষকদের আন্দোলনে কার্যত দিশেহারা কেন্দ্র দাবি করেছে, সমস্যার সমাধান সামনেই। রাজনাথ সিং বলেছেন, কখনই কৃষকদের পক্ষে ক্ষতিকারক কোনও পদক্ষেপ করবে না সরকার। সোমবার সকালেই অমিত শাহর সঙ্গে বৈঠক করেন তোমার। সেখানে ছিলেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ও স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা। অন্যদিকে, বিজেপি আইনের সমর্থনে দেশজুড়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এদিনই হরিয়ানার বিজেপি সাংসদদের সঙ্গেও দেখা করছেন তোমার।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post