প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আসা দেড়শো জওয়ানের করোনা

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য দিল্লিতে আসা প্রায় দেড়শো সেনা জওয়ানের দেহে করোনা ভাইরাস মিলেছে। তাদের সেনাদিবসের প্যারেডেও যোগ দেওয়ার কথা ছিল। সেনাসূত্রের খবর, দিল্লিতে আসা জওয়ানদের নিরাপদ জায়গায় রাখা হয়েছিল। কয়েকজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের কারও শরীরে করোনার কোনও লক্ষণ নেই। সবমিলিয়ে কয়েক হাজার সেনা জওয়ানের করোনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্ত জওয়ানদের রাখা হয়েছে দিল্লি ক্যান্টনমেন্টে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডকে নিরাপদ রাখার সব ব্যবস্থাই করা হয়েছে। 

প্রতিবছরই ২৬ জানুয়ারি এবং সেনাদিবসের প্যারেডে দেশ থেকে সেনা জওয়ানরা অংশ নেন। এবার করোনা বিধিনিষেধ সত্ত্বেও প্যারেড করার সিদ্ধান্ত হয়েছে। সেই প্যারেডের প্রধান অতিথি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও সে দেশে করোনার বাড়াবাড়িতে তাঁর আসা অনিশ্চিত। যদিও বিদেশমন্ত্রক জানিয়েছে, তিনি আসছেনই। 



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم