স্পেনের চিড়িয়াখানায় করোনায় আক্রান্ত ৪ সিংহ



স্পেনের বার্সেলোনা চিড়িয়াখানায় করোনায় আক্রান্ত হল তিনটি সিংহ ও একটি সিংহী। তাদের নাম জালা, নিমা, রান রান আর কিউম্বে। সাধারণ কিছু লক্ষণের পর তাদের করোনাপরীক্ষা করাবো হয়। তার রিপোর্ট পজিটিভ এসেছে। চিড়িয়াখানার দুই কর্মীও সংক্রমিত হয়েছেন। 

কী করে সিংহদের করোনা হল তা নিয়ে ভারনাচিন্তা চলছে। মনে করা হচ্ছে, চিড়িয়াখানারই এক লক্ষণহীন কর্মীর থেকেই সংক্রমণ ছড়িয়েছে। যেভাবে মানুষের পরীক্ষা হয় সেভাবেই চিড়িয়াখানার কর্তৃপক্ষের নিয়মিত পিসিআর লালারস পরীক্ষায় পশুদের করোনা ধরা পড়েছে। 

সিংহদের শ্বাসকষ্ট হচ্ছিল। সামান্য হাঁচি কাশি ছাড়া অন্য কোনও লক্ষণ তাদের ছিল না। এনিয়ে বড় পশুদের মধ্যে করোনার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে এপ্রিলে আমেরিকার ব্রোনক্স চিড়িয়াখানায় সিংহদের করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছিল। সেখানে চারটি বাঘ ও তিনটি সিংহ করোনায় করোনায় আক্রান্ত হয়েছিল। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم