ক্রেতা সেজে ফাঁদ বনদফতরের, ধৃত ৫ পাচারকারী

বেশ কয়েকদিন ধরেই ক্রেতা সেজে পাচারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন বনদফতরের আধিকারিকরা। শেষপর্যন্ত বৃহস্পতিবার এডিএফও অনুরাগ চৌধুরীর নেতৃত্বে কুলতলি থেকে নটি তক্ষক উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার চার পাচারকারী।এছাড়া নামখানা থেকেও চারটি হরিণের চামড়া সহ গ্রেফতার করা হয় আরও একজনকে।  

বনদফতরের তরফে ডিএফও মিলন মণ্ডল জানান, দিন পনেরো ধরে পাচারকারীদের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ রাখছিলেন আধিকারিকরা। সেই সূত্রেই বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ কুলতলি থানার কাটামারি এলাকায় অভিযান চালায় বনদফতর। সেখান থেকে নটি তক্ষক সহ চারজনকে আটক করা হয়। ধৃতদের সবাই কুলতলি এলাকার বাসিন্দা। 

এরপর রাত দেড়টা নাগাদ একইভাবে নামখানার উকিলের হাট থেকে চারটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। সেখান থেকে মনোরঞ্জন জানা নামে এক পাচারকারীকে গ্রেফতার করেন বনদফতরের আধিকারিকরা।                             


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post