প্রথম করোনার টিকা নিলেন ৯০ বছরের মার্গারেট

ফাইজারের করোনা টিকার প্রথম গ্রহীতা উত্তর আয়ারল্যান্ডের এনিসকিলেনের ৯০ বছরের এক মিহালা। নাম মার্গারেট কিনান। মঙ্গলবার ব্রিটেনে করোনা টিকার গণ প্রয়োগ শুরু হওয়ার পর তাঁকেই প্রথম টিকা দেওয়া হয়েছে। তিনি ইউনিভার্সিটি হাসপাতালে এই টিকা নেন। ভোর ওঠা অভ্যাস মার্গারেটের। সকালেই গিয়ে টিকা নিয়েছেন তিনি। 


প্রথম টিকা নিয়ে উচ্ছ্বসিত মার্গারেট বলেছেন, জন্মদিনের এক সপ্তাহ আগেই এই উপহার পেয়েছি। আগামী বছর পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারব। তাঁর পরামর্শ, আমি যদি ৯০ বছরে টিকা নিতে পারি, তবে কারও ভয় পাওয়ার কিছু নেই। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হেনকক জানিয়েছেন, দেশের ৭০টি হাসপাতালে টিকাদান শুরু হচ্ছে। গত সপ্তাহেই ব্রিটেনের সরকার ফাইজারের এই টিকার অনুমোদন দিয়েছে। এদিনটি তাই ভি ডে বলেই চিহ্নিত করছে তারা। তারপর থেকেই সরকারি স্তরে উদ্যোগ শুরু হয়েছে। তবে ব্রিটেনে টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। শনিবার রাশিাতেও গণহারে টিকাদান শুরু হয়ে গিয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post