সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড ভাঙলেন রাহানে

অ্যাডিলেডে প্রথম টেস্টে লজ্জার হারের সম্মুখীন হয়েছিল কোহলির টিম ইন্ডিয়া। তারপরই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির পরিবর্তে মেলবোর্নের দ্বিতীয় টেস্টে স্ট্যান্ডইন অধিনায়কের ভূমিকায় অজিঙ্কা রাহানে। এদিন অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ড ভাঙলেন রাহানে। অস্ট্রেলিয়ার ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬৪ রানে৩ উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকেই ভারতের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে গিয়েছেন স্ট্যান্ডইন অধিনায়কের ভূমিকায় থাকা অজিঙ্কা রাহানে।
 কিংবদন্তি ক্রিকেটার ভিনু মানকড়ের পর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয়বার সেঞ্চুরি করলেন অজিঙ্কা রাহানে। ২০১৪ সালে এই মাঠেই সেঞ্চুরি করেছিলেন, ৬ বছর পর ফের একবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শতরান করলেন রাহানে।     
রাহানে এদিন সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শতরান করলেন৷  অস্ট্রেলিয়া সফরে আসা এশিয়ার অধিনায়কদের মধ্যে সচিন ছাড়া পাকিস্তানের হানিফ মহম্মদ ও মহম্মদ ইউসুফের সেঞ্চুরি রয়েছে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে৷ ভারতীয়দের মধ্যে সচিনের পর এই তালিকায় নাম যুক্ত হল রাহানের৷
অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে চারজন ভারতীয় অধিনায়ক শতরান করেছিলেন৷ এই তালিকায়  ছিলেন সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি৷ পঞ্চম অধিনায়ক হিসেবে জায়গা করে নিলেন রাহানে৷

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post