নাড্ডার হীরক জয়ন্তী

বিজেপির মতো সবচাইতে ক্ষমতাসম্পন্ন দলের সভাপতি জে পি নাড্ডা বুধবার জীবনের ৬০ বছর পূর্ণ করলেন। সকাল থেকেই প্রধানমন্ত্রী থেকে নানা রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। জেপি উচ্চশিক্ষিত ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন, জন্ম পাটনায় এবং পড়াশুনাও। মিশনারি স্কুলে শিক্ষা শুরু করে স্নাতক। পিতার ইচ্ছা অনুযায়ী আইন পাশ করেন কিন্তু পেশায় থাকার থেকে রাজনীতিতে আগ্রহ ছিল বেশি। কলেজে জীবনে এবিভিপিতে যুক্ত হন তারই সঙ্গে যুক্ত হন আরএসএসের সঙ্গে। নাড্ডারা হিমাচল প্রদেশের মানুষ, শিক্ষা শেষে হিমাচলেই ফিরে যান তারা |

সংঘ করার সময়ে মধ্যপ্রদেশের প্রবাসী বাঙালি ব্যানার্জি পরিবারের সঙ্গে আলাপ এবং ওই পরিবারের মল্লিকার সঙ্গে বিবাহ। মল্লিকাও রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন তাঁর মা বাবার আগ্রহে। মল্লিকার সাথে তাঁর বয়সের ফারাক মাত্র কয়েক মাসের হলেও বিয়েটা আটকায়নি। বর্তমানে তাঁদের দুই পুত্র, তাঁরা অবশ্য রাজনীতিতে নেই। নাড্ডা ২০১২ থেকে রাজ্যসভার হিমাচলের প্রতিনিধি। স্বাস্থ্যদফতরের মন্ত্রীও ছিলেন মোদি সরকারের প্রথম পর্বে। বর্তমানে সভাপতি হওয়ার ফলে ছাড়তে হয়েছে মন্ত্রিত্ব। নাড্ডার আমলে প্রথম সাফল্য আসে কিন্তু তার ছেলেবেলার বিহারের নির্বাচন থেকেই। আপাতত সামনে কঠিন লড়াই বাংলা, তামিলনাড়ু , কেরলের বিধানসভা ভোট পরীক্ষায় 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post