বাংলার ভোটে চাকরির প্রতিশ্রুতি নয়ঃ বিজেপি

চাকরির ফর্ম ফিলআপ করলেই চাকরির প্রতিশ্রুতি হয় না বলেই মনে করে রাজ্য তথা কেন্দ্র বিজেপি নেতৃত্ব। কিন্তু এই ধরনেরই ভাবনা ছিল রাজ্য বিজেপির যুব সভাপতি সৌমিত্র খাঁর। গত ১৩ নভেম্বর এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন সৌমিত্র। তিনি তাঁর ভাবনার কথা ব্যক্ত করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়েছে তাই মানুষের বাড়ি বাড়ি একটি প্রতিশ্রুতি ফর্ম বিলি করা হবে। যেখান থেকে ৭৫ লক্ষ বেকার স্থায়ী চাকরি পাবে বিজেপি ক্ষমতায় আসার পর। কিন্তু শেষপর্যন্ত দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে আর এগোনো হচ্ছে না।

বিজেপি নেতৃত্ব মনে করে, সরকারি চাকরির অনেক প্রক্রিয়া আছে। প্রথমত পরীক্ষা দিতে হবে তারপর থাকবে ইন্টারভিউ ইত্যাদি। ৭৫ লক্ষ যুবক ফর্ম ফিলআপ করল এবং তাদের চাকরি হয়ে গেল, এই পদ্ধতি চলে না। সরকারি আইন বা নির্দেশিকা একে সমর্থন করে না। বেআইনি প্রতিশ্রুতি দিতে নারাজ বিজেপি। ক্ষমতায় এলে বিজেপি সিস্টেমের বাইরে যেতে পারে না। এরপর সৌমিত্র খাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post