জ্ঞান ফিরলেও এখনও সঙ্কটে বুদ্ধদেব


অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও সঙ্কট কাটেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বুধবার গভীর রাতে তাঁর জ্ঞান ফিরেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে হাসপাতাল। বুধবারই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে। তাঁর শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে তীব্র জ্বরও ছিল। তবে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গিয়েছে, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেন স্যাচুরেশন এখন ৯২ থেকে ৯৫। তাঁকে ৩৫ শতাংশ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।


বুধবার প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বুদ্ধদেববাবু। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরাও। উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বর মাসেও শ্বাসকষ্টের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেইবার তিনদিন পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post