৪ মে থেকে শুরু সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা

বছরের শেষ দিন ঘোষণা করা হল ২০২১ সালের CBSE (সিবিএসই) বোর্ডের পরীক্ষার সূচি। ২০২১ সালের ৪ মে মাস থেকে ১০ জুন পর্যন্ত চলবে CBSE (সিবিএসই) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। করোনা ভাইরাসের জেরে ২০২০ সালে বাতিল হয়েছিল দেশের প্রায় সমস্ত বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। CBSE, ICSE-সহ কেন্দ্রীয় বোর্ডগুলির ছাত্রছাত্রীদের মূল্যায়ণও হয়েছিল ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষণা করেছে শিক্ষা দফতর। এবার বছরের শেষ দিনে বৃহস্পতিবার টুইটে ভিডিও-র মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ঘোষণা করলেন CBSE (সিবিএসই) বোর্ডের পরীক্ষার সূচি। ২০২১ সালের ৪ মে মাস থেকে ১০ জুন পর্যন্ত চলবে CBSE (সিবিএসই) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। 

এদিন শিক্ষা মন্ত্রী জানান, CBSE (সিবিএসই) বোর্ডের পরীক্ষা ৪ মে থেকে শুরু হয়ে ১০ ই জুন শেষ হবে। ১ মার্চ থেকে শুরু হবে প্রাক্টিক্যাল পরীক্ষা। ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করারও ব্যবস্থা করা হবে। একইসঙ্গে ২০২১-এর বোর্ডের সমস্ত পরীক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

 
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post