ভারতের ভুল মানচিত্র উইকিপিডিয়ায়, আইনি নোটিশ কেন্দ্রের

নিজেদের লিঙ্কে জম্মু-কাশ্মীরের ভুল মানচিত্র দেখানোর জন্য এবার উইকিপিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। উইকিপিডিয়াকে দ্রুত ওই মানচিত্র সরাতে বলা হয়েছে। দ্রুত এই নির্দেশ না মানলে আইনি ব্যবস্থার পাশাপাশি উইকিপিডিয়া-কে ভারতে ব্লক করে দেওয়া হবে বলেও কার্যত হুঁশিয়ারি কেন্দ্রের। জানা গিয়েছে, ভারত-ভুটান সম্পর্ক নিয়ে ভারতের যে মানচিত্র উইকিপিডিয়ায় দেওয়া হয়েছে তাতে জম্মু-কাশ্মীরকে ভুল দেখানো হয়েছে।

 এক টুইটার ব্যবহারকারী বিষয়টি নজরে আনতেই পদক্ষেপ করে কেন্দ্র। গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নির্দেশ জারি করে এই পাতাটি সরিয়ে দেওয়ার কথা বলেন উইকিপিডিয়া। ওই নির্দেশে বলা হয়, এতে ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব মানা হয়নি।

উল্লেখ্য নভেম্বরেই লাদাখের একটি বড় অংশকে চিনের অঙ্গ হিসেবে দেখানোয় টুইটারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ জানায় কেন্দ্র। সংবিধান অনুযায়ী লাদাখ ভারতের জম্মু ও কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ, তা পরিষ্কার জানিয়ে দেওয়া হয় টুইটারকে। ওই এলাকাকে কীসের ভিত্তিতে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছে, কার ব্যাখ্যা জানতে যৌথ সংসদীয় কমিটির সামনে হাজির হতেও বলা হয়েছিল। এই ভুলের জন্য পরে লিখিতভাবে ক্ষমা চেয়ে নেয় টুইটার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post