ট্রাম্পপন্থী ও বিরোধীদের সংঘর্ষে রণক্ষেত্র ওয়াশিংটন, গুলিবিদ্ধ ১


ট্রাম্পপন্থী ও বিরোধীদের সংঘর্ষে রণক্ষেত্র ওয়াশিংটন। শনিবার রাতে এই ঘটনায় ছুরিকাহত ৪ জন, গুলিবিদ্ধ হয়েছেন একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালাচ্ছে আমেরিকার পুলিশ। প্রথম থেকেই আমেরিকার নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। আদালতে একের পর এক মামলায় হার সত্বেও নিজের পরাজয় মানতে নারাজ তিনি। শুক্রবারও জালিয়াতি সংক্রান্ত অভিযোগ খারিজ করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট।প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়া সময়ের অপেক্ষা। কিন্তু ট্রাম্পের মতই  হাল ছাড়তে রাজি নন তাঁর সমর্থকরাও।


শনিবার ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে মিছিল বের করেন। কিন্তু গত মাসের তুলনায় এদিনের মিছিলে ভিড় তুলনায় কম ছিল। অলিম্পিয়া, আটলান্টা, সেন্ট পল, মিনেসোটা ও নেব্রাস্কা, আলাবামা এবং অন্য ছোট শহরগুলিতে এই রকম মিছিল করেন তাঁরা। পাল্টা পথে নামেন ট্রাম্প বিরোধীরাও। হ্যারি'র বার, ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা, ফ্র্যাঙ্কলিন স্কোয়ারের কাছাকাছি দুই পক্ষ মুখোমুখি হওয়ার পরই সংঘর্ষ শুরু হয়। 


ওয়াশিংটন ডিসি পুলিশের তরফে জানানো হয়েছে, দুই পক্ষের সংঘর্ষে অলিম্পিয়া বিল্ডিংয়ের কাছে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ওই ঘটনায় ছুরিকাহত হয়েছেন আরও চারজন, তাঁদের জখমও গুরুতর। তবে আহতরা কোনও পক্ষের না পথচলতি নাগরিক তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকেই এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। শনিবার রাত ৯টা অবধি ২৩ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে ছয়জনকে পুলিশের উপর হামলা করার অভিযোগে এবং চারজনকে দাঙ্গার অভিযোগে আটক করা হয়েছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post