ফারুক আবদুল্লার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লার প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জম্মু-কাশ্মীর ক্রিকেট আসোসিয়েশনের আর্থিক তছরুপ মামলার তদন্ত করেছে ইডি। সেই সূত্রেই নাম জড়িয়েছে ফারুক আবদুল্লার। এর আগে ২০১৮ সালে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ৪ জনের নামে চার্জসিটও দাখিল করে ইডি। কেন্দ্রীয়  তদন্ত সংস্থার আধিকারিকদের দাবি, তিনি ক্জম্মু-কাশ্মীর ক্রিকেট আসোসিয়েশনের সভাপতি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বেশ কিছু আর্থিক ও নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়েছে। এছাড়া ২৫ কোটি টাকা লেনদেনেরও বৈধ নথি পাওয়া যায়নি। যদিও এই অভিযোগ মানতে নারাজ আবদুল্লা পরিবার। 


ইডি ফারুকের যে চারটি জমি, তিনটি বাসভবন ও একটি বাণিজ্যিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তার মূল্য প্রায় ১১.৮৬ কোটি টাকা। তবে বর্তমানে এর মার্কেট ভ্যালু প্রায় ৬০-৭০ কোটি। এদিকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর পরই তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনাকে প্রতিহিংসা বলেই মনে করছেন তাঁর ছেলে ওমর আবদুল্লা। তাঁর দাবি, যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তা তাঁদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। শনিবার ওমর আবদুল্লা টুইট করে জানান, যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাঁর  বেশিরভাগই ১৯৭০ সালের। শেষ বাড়িটিও তৈরি হয়েছে ২০০৩ সালে। ফারুক আবদুল্লার দাবি, আর্থিক তছরুপের মামলার সঙ্গে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার কোনও কারণই নেই। ইডির তদন্তের প্রাথমিক স্তরেই ব্যর্থ।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post