আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৃহস্পতিবার ফের বৈঠকে বসছে কেন্দ্র। কৃষকরা জানিয়ে দিয়েছেন, এটাই তাঁদের দিক থেকে চূড়ান্ত বৈঠক। তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে তাঁরা অনড়। সেপ্টেম্বরের পর থেকে এটা চতুর্থ বৈঠক। তৃতীয় বৈঠকে ৩২টি সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। সেই বৈঠক ব্যর্থ হয়েছে। কৃষকরা বলছেন, অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডেকে কৃষি আইন বাতিল করতে হবে। পাশাপাশি, এই আন্দোলন কেবল পাঞ্জাবের কৃষকদের বলে অভিহিত করে তাঁদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বলেও তাঁরা জানিয়েছেন।
এদিনই বৈঠকের আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে দিয়ে তাঁর সঙ্গে বৈঠক করবেন। কৃষকরা জানিয়েছেন, এদিনই মহারাষ্ট্রে এবং ৫ তারিখে গুজরাতে এই আইনের প্রতিবাদে কুশপুতুল পোড়ানোর ডাক দেওয়া হয়েছে। কারণ কৃষকদের ধারণা, কেন্দ্র কোনওমতেই আইন প্রত্যাহারে আগ্রহী নয়। তাঁরা বিশেষজ্ঞ কমিটি তৈরি করার প্রস্তাবও নাকচ করেছেন।
কৃষকদের এই আন্দোলনে দেশজুড়ে প্রতিবাদ ছড়াচ্ছে। হরিয়ানা, রাজস্থান থেকে চাষিরা দিল্লির চারটি সীমান্তে আসছেন, আসছেন মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের কৃষকরাও। প্রবল ঠান্ডায় ইতিমধ্যেই দিল্লি সীমান্তে তিনজনের মৃত্যু হয়েছে বলে তাঁদের দাবি। অন্যদিকে, কৃষকদের আন্দোলনের সমর্থনে ৮ ডিসেম্বর থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠনগুলি। সেদিন থেকে তারা উত্তর ভারতে সব মাল পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback