করোনার জন্য পিছিয়ে গেছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। বর্তমান পরিস্থিতি কথা ভেবেই নভেম্বরের বদলে নতুন বছরে এই ফিল্ম ফেস্টিভাল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। তবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন নিয়ে ধোঁয়াশা ছিলই। সূত্রের খবর, নতুন বছরে ভার্চুয়াল পদ্ধতিতেই উদ্বোধন হবে KIFF-এর।
আগামী ৮
জানুয়ারি, নবান্ন থেকেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক
উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর KIFF-র উদ্বোধনী
অনুষ্ঠানে রীতিমতো চাঁদের হাট বসত। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন,
কাজল, কমল হাসানের মতো তারকাদের একমঞ্চে দেখতে পেতেন সিনেমাপ্রেমীরা। তবে
এই বছর দেখা যাবে না সেই চেনা দৃশ্য। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেদিনের
অনুষ্ঠানে থাকতে পারেন দেব, রাজ চক্রবর্তী, মিমি, নুসরতের মতো টলিউডের
তারকারা। এবার উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানোর কথা অপুর সংসার। তবে করোনা
পরিস্থিতিতে তা কীভাবে সম্ভব হবে তা এখনও জানায় উৎসব কর্তৃপক্ষ। জানা গেছে,
এবছর কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে তাঁর স্মৃতির
উদ্দেশে দেখানো হবে আধডজন ছবি।
Post a Comment
Thank You for your important feedback