এবার তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। শুক্রবার তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তাঁর দলত্যাগের কথা জানিয়ে দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি দলের নানা কাজকর্মে বীতশ্রদ্ধ। প্রকাশ্যেই সে কথা জানাচ্ছিলেন তিনি। ফেসবুকেও পোস্ট করেছিলেন তাঁর অসন্তোষের কথা। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে দেখা পাননি উত্তর ২৪ পরগনার শীর্ষনেতা জ্যোতিপ্রিয় মল্লিক। বিধায়ক পদ ছাড়ার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেন তিনি। তাঁকে নিয়ে এপর্যন্ত তিনজন বিধয়াক দলত্যাগ করলেন।
বৃহস্পতিবারই দল ও পদ ছেড়েছেন জিতেন্দ্র তেওয়ারি সহ কয়েকজন তৃণমূল
বিধায়ক ও নেতা। তারপরই দলের সঙ্গ ছেড়েছেন বাঁকুড়ায় তৃণমূলের সহ-সভাপতি
তথা একাধিক দফতর সামলানো রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়। দলত্যাগ করার পর শ্যামাপ্রসাদবাবু স্পষ্ট ভাষায় জানিয়ে
দিয়েছেন, শুভেন্দু অধিকারীই অভিভাবক, তাঁর সঙ্গেই থাকব। সূত্রের খবর,
পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা রঘুনাথপুরের পুরপ্রধান ভবেশ
চট্টোপাধ্যায়ও পদত্যাগ করেছেন।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। দলের অন্দরে তিনি বরাবরই শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। বাঁকুড়া জেলায় তৃণমূলের ঘাঁটি শক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। দলের অন্দরে তিনি বরাবরই শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। বাঁকুড়া জেলায় তৃণমূলের ঘাঁটি শক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
Post a Comment
Thank You for your important feedback