অজানা রোগে আতঙ্ক অন্ধ্রপ্রদেশে

এক অজানা রোগে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশে। পশ্চিম গোদাবরী জেলায় এই রোগে ইতিমধ্যেই মারা গিয়েছেন একজন। ৪৬টি শিশু, ৭৬ জন মহিলা সহ ২৯২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। বেশিরভাগই এলুরু, অরুন্ধতীপেট, অশোকনগর এলাকার বাসিন্দা। তাঁদের মাথায় ব্যথা, গা গোলানো, বমির মতো উপসর্গ রয়েছে। রয়েছে মৃগীর মতো খিঁচুনিও। অসুস্থদের মধ্যে ১৪০ জন সুস্থ হলেও সাতজনকে বিজয়ওয়াদার হাসপাতালে পাঠাতে হয়েছে। রবিবার মৃত্যু হয়েছে একজনের।

গোড়ায় মনে হয়েছিল দূষিত জল থেকেই এই রোগ ছড়িয়েছে। কিন্তু এখনও তার কোনও প্রমাণ মেলেনি। জল ও আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কীভাবে ওই অজানা রোগ ছড়াল তার অনুসন্ধান চলাচ্ছে অন্ধ্রের স্বাস্থ্য দফতর। সোমবার হাসপাতালে অসুস্থদের দেখতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির। রাজ্য সরকারের ব্যর্থতার নিন্দা করেছেন তেলুগু দেশমের চন্দ্রবাবু নায়ডু।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post