ক্রিকেটাররা দেশের হয়ে খেলা শুরু করে সাধারণত ২০/২১ বছর বয়সে। দেশের সর্বকালের সেরা সচিন শুরু করেছিলেন ১৬ বছর কয়েক মাসে। আসলে প্রতিভা খুঁজে নিতে হয়। এ কাজে ভারতীয় বোর্ড যে খুব দক্ষ এমন দাবি মোটেই করা যাবে না। তবে IPL শুরু হওয়ার পরে নজরে এসেছেন বহু খেলোয়াড়| অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই নতুন প্রতিভার সন্ধান করেছেন। তিনি অধিনায়ক থাকাকালীন দলে সুযোগ পেয়েছিলেন অন্তত এক ডজন নতুন মুখ। আজ তিনি বোর্ড প্রেসিডেন্ট। কাজেই আশা করা যেতেই পারে, নতুন প্রতিভারা সুযোগ পাবে। যেমন এবার এলেন টি নটরাজন।|
IPL-এ হায়দরাবাদ দলে খেলে কপিল দেবের নজরে এসেছিলেন। মিডিয়াম ফাস্ট বোলার, তামিলনাড়ুর অত্যন্ত দরিদ্র পরিবার থেকে ক্রিকেটে আগমন। ক্লাব ক্রিকেট খেলাকালীন প্রাক্তনীরা তাঁকে অর্থ সাহায্য না করলে খেলাই হত না। বুধবার জীবনের প্রথম ম্যাচ খেললেন নটরাজন। ইয়র্কার বল করার ব্যাপারে অভিজ্ঞ এই বাঁ হাতি। উইকেটও পেয়েছেন দুটি। এবার স্লগ ওভারে বুমরার সঙ্গী হতেই পারেন। কিন্তু সমস্যা অন্যত্র, বয়স এখন ২৯। এরপর বড়জোর ৩/৪ বছর গতি ও সুইং ধরে রাখতে পারবেন। তারপর ধার কমতে বাধ্য।
Post a Comment
Thank You for your important feedback