বিতর্ক ছিল, তবে আদালতের রায়ের পর নবরূপে সেজে রামমন্দিরের ভিত্তিস্থাপন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবারে প্রস্তাবিত মসজিদের ব্লু-প্রিন্টও সামনে চলে এল। সেই প্রস্তাবনায় মসজিদের সঙ্গে থাকছে মাল্টি স্পেশালিটি ৩০০ বেডের একটি হাসপাতালের নকশাও। বলাই বাহুল্য প্রস্তাবিত ব্লু-প্রিন্ট দুর্দান্ত, নজর কেড়েছে আম জনতার।
Today at the Press Conference of Trust members and Architect Prof S M Akhtar, the design of the Mosque and Hospital was unveiled. @athardesi @FaruqiZufar #ayodhyamosque pic.twitter.com/Iy4vn6SLVI
— INDO-ISLAMIC CULTURAL FOUNDATION (@IndoIslamicCF) December 19, 2020
অনেকদিন চুপ থাকার পর নীরবতা ভাঙলো সুন্নি ওয়াকফ বোর্ড। তাঁরা তৈরি করেছে এক নতুন কমিটি, ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (IICF)। তাঁরাই অযোধ্যায় প্রস্তাবিত মসজিদের নকশা প্রকাশ করেছে। এই মসজিদের মাথায় রীতি মেনে গম্বুজ থাকলেও কর্পোরেট কায়েদাতে পাশ্চাত্যের আদল লক্ষ করা যাচ্ছে। মসজিদের বাইরে থাকবে পার্কিং লট। আগামী ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন ভিত্তি প্রস্তর স্থাপন হবে বলেই জানিয়ে দিয়েছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন।
Post a Comment
Thank You for your important feedback