বিজেপির সঙ্গ ছাড়ল আরও এক শরিক


কৃষি আইন বাতিল করার দাবিতে এনডিএ ছাড়ল আরও এক শরিক। এর আগে কৃষি আইনের প্রতিবাদে অকালি দল বিজেপির জোট ছেড়েছে। এবার রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ঘোষণা করেছে, তারা আর এনডিএতে নেই। আরএলডি নেতা নগৌরের সাংসদ হনুমান বেনিওয়াল জানিয়েছেন, তিনি এনডিএ ছেড়ে দিচ্ছেন। তাঁর অভিযোগ, তিনি যাতে সংসদে যোগ দিতে না পারেন সেজন্য তাঁর করোনা রিপোর্টে কারচুপি করা হয়েছে। যদি আইন বাতিল না করা হয় তবে তিনি সাংসদ পদেও ইস্তফা দেবেন। 

এদিন তিনি কয়েক হাজার কৃষককে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। তার আগে বেনিওয়াল বলেছেন, একমাস হয়ে গেল চাষিরা অবস্থান করছেন। কেন্দ্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। জয়পুরের কোটপুতলিতে দিল্লি যাওয়ার জন্য হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। সেখান থেকেই তাঁরা যাত্রা শুরু করেছেন। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم