ভোটের প্রস্তুতিতে সুপারস্টার রজনীকান্ত

আগামী বছর মধ্যভাগে তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন। এখানে এতদিন মূল লড়াই ছিল ডিএমকে বনাম এআইডিএমকের মধ্যে। কংগ্রেস সত্তর দশকে কখনও করুণানিধি কখনও জয়ললিতার সাথে জোট বেধেঁছে, তৃতীয় শক্তি এখনও পর্যন্ত মাথা তুলতে পারেনি। বিজেপি দলকেও এআইএডিএমকের সাথেই থাকতে হয়েছে। তামিল রাজনীতিতে চিরকালই ফিল্মি দুনিয়ার মানুষেরা রাজ করেছে, সিনেমা প্রিয় তামিলরা ফিল্ম অভিনেতাদের ঈশ্বর মনে করে। বামপন্থী আরেক সুপারস্টার কমল হাসান একটি দল তৈরি করেছেন, যদিও সেভাবে পরীক্ষিত নয়, দল গড়েছেন রজনীকান্ত, নাম রজনী মাক্কাল মন্দ্রম।


এবারে ক্ষমতায় আসার সম্ভাবনা ডিএমকে দলেরই, এমনই ধারণা বিশেষজ্ঞ মহলের। সেই ভোট থাবা দিতেই কি রজনীকান্তের আগমন? মোদি ঘনিষ্ঠ রজনীকান্ত অবশ্য জানিয়েছেন, তিনি থালাইভি, তাই আম জনতার পশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। অবশ্য ৬৯ বছর বয়সী রজনী হাইসুগারের রোগী। এই রোগে তাঁর দুটি কিডনি খারাপ হয়ে গিয়েছিল, আপাতত নতুন কিডনি প্রতিস্থাপিত হয়েছে তাঁর শরীরে। কাজেই করোনা আবহে চিকিৎসকরা তাঁকে সতর্ক করেছেন। কিন্তু দলের সমস্ত নেতাদের ডেকে খসড়া তৈরি করছেন তিনি। এখন প্রশ্ন উঠেছে, ২৩৪ আসনে একা লড়বেন নাকি বিজেপির সাথে জোট বাঁধবেন ?       


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post