আগামী বছরেই 5G পরিষেবা দেবে রিলায়েন্স জিও

ভারতে শুরু হতে চলেছে 5G পরিষেবা। খোদ সংস্থার সিইও মুকেশ আম্বানি  ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০-র অধিবেশনে জানিয়েছেন, আগামী বছরেই রিলায়েন্স ভারতে 5G পরিষেবা শুরু করতে চলেছে। এই পরিষেবার সূত্রেই  দেশ ‘আত্মনির্ভর’ হওয়ার আরও এগোবে।


মুকেশ আম্বানি জানিয়েছেন, দেশি প্রযুক্তিকে কাজে লাগিয়েই এই পরিষেবা সকলের কাছে পৌঁছে দেবে রিলায়েন্স জিও। তাঁর দাবি, ২০২১ সালের দ্বিতীয়ার্ধেই জিও এই 5G বিপ্লব শুরু করবে। আর তা করবে দেশি প্রযুক্তিতে তৈরি নেটওয়ার্ক ও হার্ডওয়্যার ব্যবহার করেই। 5G পরিষেবা নিয়ে রিলায়েন্স ছাড়াও উদ্যোগী ছিল এয়ারটেল। এয়ারটেল জানিয়েছিল, আগামী দু’-তিন বছরের মধ্যে 5G পরিষেবা শুরু করার কথা তারা ভাবছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post