প্রস্তাবিত রাম মন্দিরের নীচ দিয়ে এখনও বয়ে চলেছে সরযূ নদীর স্রোত। পুরাণ
কাহিনীর সপক্ষে আরও একবার প্রমাণ মেলায় ভক্তরা উচ্ছ্বসিত হলেও, এর জেরে ধস
নেমে মন্দিরের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মন্দিরের
নির্মাণ কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ
টেকনোলজি-কে বিষয়টি জানিয়ে সেই অনুযায়ী নতুন মডেল তৈরি করারও অনুরোধ করা
হয়েছে নির্মাণ কমিটির তরফে।
৫ আগস্ট ভূমিপুজোর পরপরই অযোধ্যায়
রাম মন্দির তৈরির কাজ শুরু হয়েছে। ২০২৪ সালের ১৩ জানুয়ারির মধ্যে মন্দির
নির্মাণ শেষ হওয়ার কথা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মন্দিরের নকশা। তবে নতুন
পরিস্থিতিতে তাতে কিছুটা বদল হতে পারে বলেই অনুমান। শ্রী রাম জন্মভূমি
তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত মন্দিরের যে গর্ভগৃহ
রয়েছে তার পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে সরযূ নদী। যেখানে মন্দিরের পিলারগুলি
বসানো হয়েছে তার পাশেই রয়েছে নদীর জল ও বেলেমাটি। ফলে এই নরম মাটি কতটা
মন্দিরের ভার ধরে রাখতে পারবে তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
সে বিষয়ে চিন্তাভাবনাও শুরু করেছেন তাঁরা।
Post a Comment
Thank You for your important feedback