ফাইজারের পর ভারতে টিকা দেওয়ার অনুমতি চাইল সিরাম

 

ফাইজারের পর ভারতে করোনার টিকার জরুরি প্রয়োগের জন্য এবার আবেদন জানাল সিরাম ইন্সটিটউট। রবিবার পুনের সংস্থা সিরাম ড্রাগ কন্ট্রোলারের কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি অনুমোদন চেয়েছে। অতিমারির মতো পরিস্থিতির মোকাবিলায় এটা জরুরি বলেই তারা জানিয়েছে। এখন করোনার টিকা কোভিশিল্ডের জন্য তৃতীয পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে সিরাম। তাদের সঙ্গে কাজ করছে আইসিএমআর।

এদিকে, দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২,৯৮১ জন। মোট আক্রান্ত এখন ৯৬,৭৭,৭২৯ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৯১ জন। মোট মৃত এখন ১,৪০,৫৭৩ জন। সুস্থ হয়েছেন ৯১,৩৯,৯০১ জন। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪,৭৭,৮৭,৬৫৬ জনের।

 সিরাম জানিয়েছে, ইতিমধ্যেই তাদের টিকার ৪ কোটি ডোজ তৈরি হয়ে গিয়েছে। সেগুলি মজুতের অনুমতিও তারা পেয়েছে। অন্যদিকে, ওষুধ তৈরির কোম্পানি ফাইজারও ৪ ডিসেম্বর ভারতে টিকা প্রয়োগের জন্য অনুমতি চেয়েছে। ফাইজার ব্রিটেন ও বাহরিনে টিকার অনুমতি পেয়ে গিয়েছে। তারা টিকা আমদানি করে এদেশে বিক্রি ও বিতরণের কথা বলেছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post