সিরাম, বায়োটেকের টিকা আটকে গেল ভারতে

সিরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকার জরুরি প্রয়োগের আবেদন আটকে দিল দেশের ড্রাগ কন্ট্রোলারের বিশেষজ্ঞ কমিটি। তাঁরা আরও প্রমাণ চেয়েছেন। সিরামের কাছ থেকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষার সর্বশেষ তথ্য তলব করা হয়েছে। এই টিকা নিয়ে ব্রিটিশ বিশেষজ্ঞদের মতও জানতে চেয়েছে তারা। ভারত বায়োটেকের কাছ থেকেও তৃতীয় পর্যায়ের পরীক্ষার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বিশেষ করে, টিকা নেওয়ার পর চেন্নাইয়ের এক স্বেচ্ছাসেবীর দেহে জটিলতার পর তারা নিশ্চিত হতে চায়। 


অন্যদিকে, ব্রিটেনে ফাইজার-বায়োএনটেকের গণ টিকাকরণ শুরু হয়েছে। তারপর দেখা যাচ্ছে, স্বেচ্ছাসেবীদের মধ্যে বেলস পলসি দেখা দিচ্ছে। মুখের মাসংপেশীর সাময়িক প্যারালাইসিসই হল বেলস পলসি। সাধারণত কোনও স্নায়ু থেকেই এই উপসর্গ দেখা দেয়। আমেরিকায় এনিয়ে বিশদ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা জানিয়েছেন, তাঁদের টিকা সবরকম পরীক্ষার পরই দেওয়া হয়েছে। কোনও গোলমাল নেই।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post