প্রথমে কাশ্মীর, পরে ভারত দখল করবো, শোয়েবের মন্তব্যে তোলপাড়

শুক্রবার ক্রিসমাস, আর ওই দিনই পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার সোয়েব আখতার বোমা ফাটালেন। সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে তিনি ঘোষণা করলেন, ‘গাজা-এ-হিন্দ’ অর্থাৎ ‘ভারতের বিরুদ্ধে পবিত্র যুদ্ধ’। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, মুসলিমরা প্রথমে কাশ্মীর দখল করবে। তারপর ভারত আক্রমণ করবে। 

 

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের ওই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শোয়েব আখতার বলছেন, ‘আমাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে গাজা এ হিন্দ ঘটবে। এবং অ্যাটক নদীর জল দুবার রক্তে লাল হয়ে যাবে। তারপর একাধিক শক্তির আবির্ভাব ঘটবে- শামাল মাসরিক, আফগানিস্তান থেকে সৈনিকরা অ্যাটকে পৌঁছবে। উজবেকিস্তান ও আরব থেকেও সেনারা আসবে। মুসলিমরা কাশ্মীর দখল করবে আগে। তারপর আক্রমণ করবে ভারতে’।  

 


এছাড়াও তিনি বলেছেন, ‘আমাদের প্রাচীন সাহিত্যে ‘গাজওয়া-এ- হিন্দ’ এর  উল্লেখ রয়েছে। এই স্বপ্ন একদিন সত্যি হবে। সেটাই আমাদের সাহিত্যে উল্লেখ করা হয়েছে। যেদিন আমরা সেটা করতে পারব, সেদিন দুবার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর জল। আফগানিস্তান থেকে সৈনিকরা অ্যাটকে পৌঁছবে। উজবেকিস্তান ও আরব থেকেও সেনারা আসবে।  মুসলিমরা কাশ্মীর দখল করবে আগে। তারপর আক্রমণ করবে ভারতে’। 

 

এই ভিডিও ভাইরাল হতেই হতবাক নেটিজেনরা। কারণ এর আগে ভারতের পাশে দাঁড়িয়ে বহুবার বিবৃতি দিয়েছিলেন পাকিস্তানি সুপারস্টার। তিনিই কিনা জিহাদি বক্তব্য রেখে তাক লাগাচ্ছেন। সোশাল মিডিয়ায় অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। কেউ বলছেন, এতদিন ভেক ধরেছিলেন শোয়েব আখতার। 






Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم