সমাজের নিম্নবিত্ত মানুষদের রোজগারের পথ দেখাতে নতুন উদ্যোগ নিলেন অভিনেতা সোনু সুদ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে তিনি জানান, করোনার জন্য অনেকেই কাজ হারিয়েছেন। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে রীতিমতো নাজেহাল অবস্থা। তাঁদের কিছুটা সুরাহা করতে এবার ই-রিকশা উপহার দিচ্ছেন সোনু। তাঁর এই উদ্যোগের নাম, খুদ কামাও-ঘর চালাও। অন্যের উপর নির্ভরশীল না থেকে তাঁরা যাতে নিজেরাই আয় করতে পারেন তার ব্যবস্থাই করলেন অভিনেতা।
A small step today, for a big leap tomorrow. By providing free e-rickshaws that can be used to kickstart small businesses. A small effort to empower people to become self reliant. @ShyamSteelIndia #KhudKamaoGharChalaao#MaksadTohIndiaKoBananaHaihttps://t.co/hN5ERGVMqT pic.twitter.com/CuAum9vYyG
— sonu sood (@SonuSood) December 13, 2020
এর আগে করোনা মহামারি শুরুর দিক থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানোর ব্যবস্থাও করে ছিলেন তিনি। কয়েকদিন আগেই জানা যায়, নিজের আটটি সম্পত্তি বন্ধক রেখে ১০ কোটি টাকা নিয়েছেন। সেই টাকা দিয়েই মানুষের জন্য কাজ করে চলেছেন। সোনুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।
Post a Comment
Thank You for your important feedback