করোনার জের, শুরুর আধঘন্টা আগে স্থগিত ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

শুক্রবারের পরিবর্তে রবিবার থেকেই শুরু হওয়ার কথা ছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। কিন্তু দুই টিম হোটেলের বহু কর্মী করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক তৈরি হয় কেপ টাউনে। শেষে ম্যাচ শুরুর আধঘন্টা আগে স্থগিত করে দেওয়া হয় ম্যাচ। এর আগে শনিবার  দু’দেশের খেলোয়াড়দের করোনা রিপোর্ট নেগেটিভ এলে রবিবার ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু রবিবার সকালে দুই হোটেল কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারা টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ের প্রবেশ করাতেই এই বিপত্তি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। 

ওই দুই হোটেল কর্মী ইংল্যান্ড দল যে হোটেলে আছে সেই  হোটেলের  বলে জানিয়েছে  আইসিসি।  শনিবার দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে থেকে জানানো হয়েছিল, শুক্রবার কেপ টাইনে যে করোনা পরীক্ষা করা হয়েছিল তাতে দলের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু এবার জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই দুজন করোনা আক্রান্ত হওয়ায় নতুন করে চিন্তায় পড়লেন দু’দেশের ক্রিকেট কর্তারা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post