২০২১ সালের টেট পরীক্ষা ৩১ জানুয়ারি

২০২১ সালের প্রাথমিকে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা সংসদ ওই নোটিশে জানিয়েছে আগামী ৩১ জানুয়ারি হবে এই পরীক্ষা। পরীক্ষায় মোট ১৫০ নম্বরের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। উল্লেখ্য, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রাথমিকে মোট শূন্যপদের সংখ্যা ১৬,৫০০ এবং খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তখনই তিনি জানিয়েছিলেন, ৩১ জানুয়ারীর মধ্যেই অফলাইনে হবে টেট পরীক্ষা। মুখ্যমন্ত্রীর কথামতোই টেটের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। 

জানা যাচ্ছে, প্রথাগতভাবেই পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। আরও জানা যাচ্ছে, গত টেট পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ শুরু হচ্ছে ১০ জানুয়ারি শেষ হবে ১৭ জানুয়ারি। এই ইন্টারভিউয়ের পর যা শূন্যপদ থাকবে সেটা পুরণ হবে ২০২১ সালের টেট পরীক্ষায় পাশ করা চাকরীপ্রার্থীদের মধ্যে থেকে। প্রাথমিক শিক্ষা সংসদের অনুমান, আড়াই লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে পারেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post