রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি তৃণমূলের

রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি পাঠাল তৃণমূল। দলের সাংসদ শুখেন্দুশেখর রায় বুধবার এই চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, এই রাজ্যপাল সংবিধানকে সংরক্ষণ, রক্ষা করতে ব্যর্থ। সুপ্রিম কোর্টের আইনকানুন তিনি পদে পদে লঙ্ঘন করছেন। 


এই চিঠিতে সুখেন্দুবাবু ছাড়াও সই করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদার। তাঁরা রাজ্য।পালের অপসারণ দাবি করেছেন। তাঁদের অভিযোগ, রাজ্যপাল খোলাখুলি বিজেপির হয়ে কাজ করছেন। কথা বলছেন তাদের মুখপাত্রের মতো। রাজ্য সরকারের সবকিছু অহেতুক সমালোচনা করছেন তিনি একজন বিরোধী নেতার মতোই। অসাংবিধানিক মন্তব্য, সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা, সংবিধানের বিরুদ্ধে গিয়ে রাজ্যের কাজে হস্তক্ষেপ, কেন্দ্রীয় সরকারকে সরাসরিভাবে তোষণ এই সব অভিযোগে রাষ্ট্রপতির কাছে এই আবেদন।
সুখেন্দুবাবু বলেন, রাজ্যপাল পশ্চিমবঙ্গের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। মীরজাফরদের কোনোদিন ক্ষমা করে না ইতিহাস। রাজ্যপাল হলেন লর্ড ক্লাইভের পুনর্জন্মের ফল। তাঁকেও ইতিহাস ক্ষমা করবে না। বিশ্বাসঘাতকদের পরিণতি খুব দুঃখজনক হয়।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post