কুষ্টিয়ায় মুজিবের নির্মীয়মান ভাস্কর্য ভাঙা হল

বাংলাদেশের কুষ্টিয়া পুরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মীয়মান বঙ্গবন্ধু মুজিবার রহমানের ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাঁ হাতের অংশ শুক্রবার রাতে ভেঙে ফেলা হয়েছে। শনিবার সকালে তা নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন দল ও সংগঠন। তারা বিক্ষোভ দেখায়, মানববন্ধন করে। কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।


কুষ্টিয়া পুরসভা শহরের ওই এসাকায় বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য বসানোর উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। ওই ভাস্কর্যটিই ভাঙ্গা হয়েছে। রাজনৈতিক নেতাদের অভিযোগ, বিভিন্ন মসজিদে ভাস্কর্য অপসারণের উস্কানি দেওয়া হয়েছিল। বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, এক সপ্তাহের মধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে হেফাজতে ইসলামের নেতাদের বিরোধিতায় সৃষ্ট পরিস্থিতির অবসান হবে। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার, সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post