কঙ্গনা রানাউতের ঘোষিত বিরোধী উর্মিলা মাতন্ডকার ছিলেন কংগ্রেসে, এলেন শিবসেনায়। কংগ্রেস পরিবারের মেয়ে উর্মিলা ৮০-র দশকে সিনেমায় আসেন। অনিল কাপুর থেকে শাহরুখ খান, জ্যাকি শ্রফ থেকে সঞ্জয় দত্ত, অভিনয় করেছেন তিনদশক ধরে। শিশুশিল্পী থেকে নায়িকা।কিন্তু বয়স হয়ে যাওয়ার পর অনেকদিন রঙিন দুনিয়ার বাইরে ছিলেন | এরপর ২০১৯ এ যোগ দেন কংগ্রেসে এবং মুম্বইয়ের একটি লোকসভা থেকে প্রার্থী হন এবং হেরে যান। কথা ছিল, তাঁকে মুম্বইয়ের মুখপাত্র করা হবে। সুশান্ত রাজপুতের মৃত্যুর পর কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলে অভিযুক্ত অভিনেতা-অভিনেত্রীদের পাশে দাঁড়ান।
নিয়মিত ছিল উর্মিলা ও কঙ্গনার টুইট যুদ্ধ। এই সময়ে তিনি আশা করেছিলেন তাঁর দল তাঁর পাশে দাঁড়াবে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোনও সহযোগিতা পাননি। অথচ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ১৪ মাস তিনি শিবসেনায় যোগ দেওয়ার কথা লাগাতার অস্বীকার করেএসেছেন। পরে বিরক্ত হয়ে জানান, তিনি শিবসেনায় যোগ দেবেন। দ্বিধা কাটিয়ে অবশেষে মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছ থেকে সেনার পতাকা গ্রহণ করলেন। তিনি মারাঠি তাই জানালেন, শেষ পর্যন্ত বাড়িতে এলাম। উর্মিলাকে দলের অন্যতম মুখপাত্রও করা হচ্ছে বলে জানালেন প্রধান মুখপাত্র সঞ্জয় রাউথ।
Post a Comment
Thank You for your important feedback