করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতায় ঢিল দিতে নারাজ উদ্ভব ঠাকরে। তাই মহারাষ্ট্রে নাইট কার্ফু জারি না করলেও পরবর্তী ছয় মাস মাস্ক ব্যবহারের ক্ষেত্রে বিশেষ নির্দেশ জারি থাকবে।এক সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু সংক্রমণ ঠেকাতে মাস্ক এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে আমাদের।
উৎসবের মরসুমের পর মহারাষ্ট্রে ব্যাপক হারে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভবনা ছিল।কিন্তু সেই তুলনায় অনেকটাই স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে নাগরিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের সতর্কবার্তা মানুষ পালন করেছেন। শীতকালে এমনই রোগ সংক্রমণ বেশি হয়। তাই এই সময়টা আরও সতর্কতার প্রয়োজন। তবে নাইট কার্ফু জারির প্রয়োজন নেই। তবে সকলের কাছে আবেদন রাস্তাঘাটে, দোকানে মাস্ক ছাড়া যাবেন না।
Post a Comment
Thank You for your important feedback