করোনা মুক্ত মুম্বাইয়ের ধারাভি

এদেশে করোনা প্রবেশ করার পর যে যে রাজ্যে এর প্রকোপ ভয়াবহ হয়েছিল তার অন্যতম মহারাষ্ট্র এবং তার রাজধানী মুম্বই। মুম্বই দেশের বাণিজ্য রাজধানী হওয়ায় এখানে ঘন জনবসতি এবং এই কারণে করোনার সংক্রমণ ছড়িয়েছে বেশি। শহরের একটি প্রান্তে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বস্তি ধারাভি, যেখানে জনসংখ্যা প্রায় সাড়ে ছ লক্ষ, এই একটি বস্তিকে কেন্দ্র করেই রয়েছে প্রায় দুটি বিধানসভা। এতটাই ঘন বসতি যে যে কোনও রোগ ছড়িয়ে যেতে পারে অনায়াসে। কমন কলঘর এবং শৌচালয়। এখানে ঘরের অভাবে বহু মধবিত্ত মানুষ বাস করেন। এই ধারাভিকে নিয়ে ডজন ডজন হিন্দি ছবি তৈরি হয়েছে। এক সময়ে অভিনেতা জ্যাকি শ্রফ এখানেই দিন কাটিয়েছেন বলে শোনা যায়।

সম্প্রতি কয়েক দিন ধরে শোনা গেল আর নতুন করে কেউ ধারভিতে সংক্রামিত হননি। ১ এপ্রিল থেকে নেওয়া তথ্য তাই জানাচ্ছে। এটি শহর মুম্বইয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে সুসংবাদ। এ খবর পাওয়ার পর বিশ্ব স্বাস্থ্যসংস্থা বা WHO মুম্বই কর্পোরেশনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে। তবে এত কিছুর পরও নতুন করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত মুম্বই, কারণ ইতিমধ্যে বিশ্বের ৫০টি দেশে ছড়িয়ে গিয়েছে এই নতুন স্ট্রেনের করোনা এবং এদেশে প্রবেশদ্বার যে দিল্লি আর মুম্বই তা আর বলার অপেক্ষা রাখে না।      

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post