এ যেন বাস্তবের 'লাইফ অফ পাই'- সম্পূর্ণ না হলেও কিছুটা মিল রয়েছে পর্দার সূরজ (পাই) আর বাস্তবের সুবিদের মধ্যে। সমুদ্রে বাঘের সঙ্গে না হলেও গভীর জঙ্গলে হিংস্র পশুদের সঙ্গে তিনদিন কাটিয়ে অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন জলদাপাড়ার সুবিদ।
গরু খুঁজতে গিয়ে পথ ভুল করে সোমবার গভীর জঙ্গলে হারিয়ে যান বনবস্তির যুবক সুবিদ। জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদালবস্তি রেঞ্জের মেন্দাবাড়ির জঙ্গলে রয়েছে বুনো হাতি, গন্ডার আর বাইসনের দল। লেপার্ডের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু দিকভ্রান্ত হয়ে বাড়ি ফেরার পথ খুঁজে না পেলেও আশা ছাড়েননি তিনি। জঙ্গলে হিংস্র পশুদের হাত থেকে বাঁচতে গাছের মগডালে আশ্রয় নিয়েছেন। খিদে পেলে জঙ্গলি পাঁচকল ফল খেয়ে আর গাছের পাতার শিশির ঝরা জলেই মেটাতে হয়েছে তৃষ্ণা।
এদিকে তিনদিন পেরিয়ে গেলে সোমবার থেকে জঙ্গলে নিখোঁজ ছেলের ফেরার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন সুবিদের মা এবং আত্মীয়-পরিজনরা। তাঁর শেষ কাজের প্রস্তুতিও শুরু করেছিলেন পরিবারের সদস্যরা। সেইসময়ই বুধবার সন্ধ্যার পর নিজের জলদাপাড়া লাগোয়া দক্ষিণ সাঁতালি বনবস্তির বাড়িতে ফিরে আসেন সুবিদ। ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি পরিজনরা। সুবিদের মা নিবাসী নার্জিনারি জানান, ছেলের ফেরার আসা ছেড়েই দিয়েছিলেন। জঙ্গলের হিংস্র পশুদের থেকে প্রাণ বাঁচিয়ে ফেরা এককথায় মিরাকেল। এখন ঘরের ছেলে তিন রাত জঙ্গলে কাটিয়ে ঘরে ফেরায় খুশির হাওয়া বনবস্তির নার্জিনারি পরিবারে।
Post a Comment
Thank You for your important feedback