অবশেষে অনুশীলনে অ্যারন আমাদি, জয়ের লক্ষ্যে লাল-হলুদ

চলতি আইএসএলে প্রথম খেলছে ইস্টবেঙ্গল। নতুন ইনভেস্টর এবং নতুন উদ্যোমে তাঁরা শেষ মূহুর্তে আইএসএলে অন্তর্ভূক্ত হয়। তবে প্রথম তিন ম্যাচে মোট ৭ গোল হজম করলেও এখনও গোলের মুখ খুলতে পারেনি রবি ফাওলারের দল। সব মিলিয়ে চূড়ান্ত লজ্জায় লাল- হলুদ ব্রিগেড। চলতি আইএসএলে হারের হ্যাটট্রিককে পিছনে ফেলে এবার জয়ের লক্ষ্যে জোরকদমে অনুশীলনে নেমে পড়ল এসসি ইস্টবেঙ্গল। ওয়েলেস থেকে আসা দুরন্ত স্টাইকার অ্যারন আমাদি চোটের কারণে তিন ম্যাচ মাঠের বাইরে ছিলেন। সূত্রের খবর, এবার পুরোদমে অনুশীলনে নেমে পড়ছেন তিনি। ১০ ডিসেম্বর জামসেদপুর এফসির বিরুদ্ধে তাঁকে নামাতে পারেন দলের হেডকোচ রবি ফাওলার। জামসেদপুরের বিরুদ্ধে দল যাতে ঘুরে দাঁড়াতে পারে সকলের নজর সেই দিকে। অন্যদিকে দলের অধিনায়ক ড্যানি ফক্সও আগের তুলনায় কিছুটা সুস্থ বলে জানা গিয়েছে। তাঁর স্ক্যান রিপোর্টেও তেমন গুরুতর চোট ধরা পড়েনি। ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন ডিফেন্ডার অনিল চহ্বন ও মিডফিল্ডার মিলন সিং।  

এই মুহূর্তে লিগ তালিকার লাস্টবয় এসসি ইস্টবেঙ্গল। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে লাল-হলুদ শিবির। সেই আশায় বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরাও। এরমধ্যেই খবর, ফাওলারের কাছে পরপর হারের ব্যাখ্যা চেয়েছেন ক্লাবের শীর্ষ কর্তারা।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post