এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে শুক্রবার উত্তেজনা ছড়াল গোবরডাঙ্গা হিন্দু কলেজে। আহত দুই দলের একাধিক সমর্থক। জানা যায়, কলেজে বহিরাগতদের ঢোকার প্রতিবাদে শুক্রবার সকালে একটি বিক্ষোভ মিছিল করে এবিভিপি। অভিযোগ, সেইসময় মিছিলের ওপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রকাশ্যে গুলি চালানো হয় বলেও দাবি। দুই দলের হাতাহাতিতে চরম উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। কলেজের দরজার কাচ, পাখা, চেয়ার-টেবিল ভাঙার পাশাপাশি একাধিক বাইক ও গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এবিভিপির উত্তর ২৪ পরগনার সহ-সভাপতি উৎপল রায়ের অভিযোগ, বিক্ষোভ মিছিল চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় তাঁদের উপর হামলা করে। মদ্যপ অবস্থায় যখন তখন কলেজে ঢুকে যায় বহিরাগতরা। কিন্তু বহুবার প্রিন্সিপালকে অভিযোগ জানানোর পরও কোনও লাভ হয়নি।
কয়েকদিন আগে বিভিন্ন ইস্যু নিয়ে এবিভিপির সদস্যরা প্রতিবাদ করতেই তাদের ওপর চড়াও হয় বহিরাগতরা। এর প্রতিবাদেই এদিনের বিক্ষোভ মিছিল।" তাঁর দাবি, "মিছিলে এবিভিপির উপর হামলা করে তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা। প্রকাশ্যে গুলিও চালায়। আত্মরক্ষা করতেই পাল্টা মারধর করেন তাঁরা।" তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback