প্রচুর ভোটে জিতে গেলেন অ্যাডলফ হিটলার। গোটা দুনিয়ার নজর এখন তাঁর দিকেই। তবে তাঁর দুনিয়া দখলের কোনও অভিপ্রায় নেই। নামিবিয়ার রাজনৈতিক নেতা তিনি। নাম অ্যাডলফ হিটলার।
শাসক সোয়াপো দলের তিনি প্রার্থী হয়েছিলেন স্থানীয় নির্বাচনে। ৫৪ বছরের এই হিটলারের পুরো নাম অ্যাডলফ হিটলার উমোনা। ওমপুনজা কেন্দ্রে তিনি পেয়েছেন ৮৫ শতাংশ ভোট। জেতার পর বারবার তিন বলছেন, নামে মিল আছে বটে. কিন্তু নাৎসিদের মতবাদের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
১৮৮৪ থেকে ১৯১৯ পর্যন্ত জার্মানির উপনিবেশ ছিল নামিবিয়া। তাই এমন জার্মান নাম এখানে যত্রতত্র। হিটলারের নাম রেখেছিলেন তাঁর বাবা। তাঁর কথায়, ছোটবেলা থেকেই নমা নিয়ে কোনও ঝামেলায় পড়তে হয়নি তাঁকে। পরে বড় হওয়ার পর বুঝতে পেরেছেন নাম মাহাত্ম্য। ওই লোকটা গোটা বিশ্বকে তাঁর দাস বানাতে চেয়েছিল। তিনি মোটেই তা চান না।
Post a Comment
Thank You for your important feedback