ভারতীয় হিসেবে ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেরা ১০০-এর তালিকায় অক্ষয়, শীর্ষে কাইলি জেনার

একমাত্র ভারতীয় হিসেবে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের তালিকায় নাম উঠল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের। সারা বিশ্বের  ১০০ তারকার মধ্যে ৫২তম স্থানে রয়েছেন তিনি। এই ২০২০তেও ৪৮.৫ মিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৬ কোটি টাকা আয় করেছেন অক্ষয়। 


ফোর্বসের এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন হলিউড স্টার কাইলি জেনার, তাঁর নিজের ব্র্যান্ডের শেয়ার বিক্রি করে বছরে তাঁর আয় ৫৯০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৩০০ কোটি টাক। তালিকায় দ্বিতীয়তে রয়েছেন কেনি ওয়েস্ট, তাঁর আয়  ১৭০ মিলিয়ন ডলার বা প্রায় ১,২০০ কোটি টাকা। এছাড়াও তালিকায় প্রথম দিকে রয়েছেন এড শিরিন, রজার ফেডেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসি, নেইমার, আমেরিকান অভিনেতা টাইলার পেরি, অভিনেতা ডোয়াইন জনসন প্রমুখ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post