জমিয়ে ঠান্ডা পড়বে সপ্তাহের শেষে


সপ্তাহের শেষে বেশ ঠান্ডা পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বাংলাদেশের পূর্ব প্রান্ত ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং জম্মু কাশ্মীরের পশ্চিমী ঝঞ্জা ঠান্ডা পড়ার বাধা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন ১৭.২ হবে এবং সর্বোচ্চ ২৭. ৬ সেলসিয়াস যা মোটামুটি স্বাভাবিক। ইদানিং দু বছর ভালোই ঠান্ডা পড়ছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। বাঁকুড়া, পুরুলিয়া সহ উত্তরবঙ্গেও ঠান্ডা ছিল গত দু বছর আগের বছরগুলোর তুলনায় বেশি।

আগামী ৪৮ ঘন্টা পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে কুয়াশা থাকবে। কুয়াশা কেটে অবশ্য রোদ উঠবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে, বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে তীব্র কুয়াশার দাপটে দৃশ্যমান্যতা নেমে যেতে পারে। ট্রাফিক পুলিশকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এই আবহাওয়াতে ট্রেন, বিমানও চলবে দেরিতে।   


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post