পোড় খাওয়া রাজনীতিবিদ অমিত শাহ, তিনিই মূলত বাংলার ভোটে বিজেপির কাণ্ডারি। তিনি বিলক্ষণ জানেন মঞ্চে ভাষণ দিয়ে বাংলা দখল করা যাবে না। তাই তিনি সংগঠনে জোর দিচ্ছেন বারবার বাংলা সফরে এসে। শনিবার মেদিনীপুরে জনসভা করেই কলকাতায় ফিরে আসেন। রাতেই রাজারহাটের এক পাঁচতারা হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। ওই বৈঠকে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও। বিজেপি সূত্র খবর, অমিত শাহ ওই বৈঠকে সংগঠনের উপর জোর দিতে বলেন বঙ্গ বিজেপির নেতৃত্বকে।
প্রতিটি অঞ্চলে বুথ স্তরে সঠিক কর্মীদের কাজে লাগানোর উপর তিনি জোর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংগঠন মজবুদ করার পাশাপাশি তিনি সংগঠন সঠিকভাবে কাজে লাগানোর কৌশলও বাতলে দিয়েছেন বলে জানা গিয়েছে। বুথস্তরের কর্মীদের মাথার ওপর থাকবে একটি করে ‘শক্তিকেন্দ্র’, যা চার-পাঁচটি বুথ নিয়ে গঠন করা হচ্ছে। আবার, প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে লোকাল ইস্যু যাচাই করেই প্রচারের কৌশল ঠিক করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
Post a Comment
Thank You for your important feedback