গত রবিবারই দুদিনের রাজ্য সফর সেরে দিল্লি ফিরেছেন অমিত শাহ। তার রেশ কাটতে না কাটতেই ফের তাঁর রাজ্য সফরের দিনক্ষণ ঘোষণা করে দিল বিজেপির রাজ্য নেতৃত্ব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কলকাতায় আসতে পারেন তিনি। তবে রাজ্য বিজেপির ইঙ্গিত, ওইদিন বড় মাপের যোগদান হতে পারে। অর্থাৎ ফের শাসকদলে ভাঙ্গনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও জায়গা এখনও ঠিক হয়নি, তবে বিজেপি সূত্রে খবর, ওইদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে কর্মিসভার আয়োজনের তোড়জোড় চলছে। ওইদিন মহা যোগদানের সম্ভাবনা উস্কে দিচ্ছেন বঙ্গ বিজেপির কয়েকজন শীর্ষ নেতা।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অমিত শাহ রাজ্য নেতাদের বেশ কয়েকটি নির্দেশ দিয়ে গিয়েছেন গত সফরেই। বুথস্তর পর্যন্ত সংগঠনে জোর দিয়ে গিয়েছিলেন তিনি। ভোটার তালিকা সংশোধন ও খতিয়ে দেখার প্রক্রিয়ায় প্রতিটি বাড়িতে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের নেতাদের কার্যত একমাসের কর্মসূচি বা হোমটাস্ক দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। তখনই তিনি বলেছিলেন একমাসের মধ্যে ফের রাজ্যে আসবেন তিনি। এবার জানুয়ারির মাঝামাঝি তাঁর পশ্চিমবঙ্গ সফরের সবুজ সঙ্কেত পেয়েছেন বিজেপির রাজ্য নেতারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ জানুয়ারি কলকাতায় থাকবেন অমিত শাহ। সেই সঙ্গে থাকবে বড় চমক এমনটাই দাবি বিজেপি নেতাদের।
Post a Comment
Thank You for your important feedback